ইসরাত জাহান

ইসরাত জাহান

ইসরাত জাহান। পেশায় ব্যাংকার। তবে সাহিত্যের প্রতি তার অপরিসীম ভালোবাসা শৈশব থেকেই। জন্ম পটুয়াখালী, নানাবাড়ি। বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে বাবার চাকরিসূত্রে। লেখকের এ পর্যন্ত দুটি উপন্যাস- ‘মেঘের গায়ে মেঘ’ প্রকাশিত হয় আনন্দম প্রকাশনী থেকে ২০২০ খ্রিস্টাব্দে। ‘কেন মেঘ আসে’, প্রকাশিত হয় বায়ান্ন প্রকাশনী থেকে ২০২১ খ্রিস্টাব্দে অমর একুশের বইমেলায়। একমাত্র গল্পগ্রন্থ ‘একটি বেনসন বা জংলিফুলের গন্ধ’ প্রকাশিত হয়েছে ২০২১ খ্রিস্টাব্দের নভেম্বরে। লেখকের অবসর কাটে দুই মেয়ে সাথে গল্প করে।

ইসরাত জাহান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon